• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নিরাপত্তার কারণে কানাডায় টিকটক কার্যালয় বন্ধ

admin
প্রকাশিত ১০ নভেম্বর, রবিবার, ২০২৪ ২১:০০:৪১
নিরাপত্তার কারণে কানাডায় টিকটক কার্যালয় বন্ধ

ফাইল ছবি।
আন্তর্জাতিক ডেস্ক //


নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে কানাডায় বন্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কার্যালয়। দেশটির সরকার কার্যালয় বন্ধের এ নির্দেশ দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কার্যালয় বন্ধের নির্দেশ দিলেও এখনই দেশটিতে টিকটক অ্যাপ বন্ধ হচ্ছে না।

কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শঁপা বলেন, টিকটকের চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স-সম্পর্কিত সম্ভাব্য জাতীয় নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন। যে কারণে টিকটকের কানাডা কার্যালয় বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, কানাডার নাগরিকদের টিকটক ব্যবহার করার বা এতে কনটেন্ট তৈরি করার অধিকার খর্ব করবে না সরকার। একটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা বা না করা সবার ব্যক্তিগত সিদ্ধান্ত।

ইতোমধ্যে ভারত, আফগানিস্তান, ইরানের মতো বেশ কিছু দেশে টিকটক অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে টিকটক নিষিদ্ধে কংগ্রেসে একটি বিলও পাস করেছে। তরুণ প্রজন্মের মধ্যে টিকটকের জনপ্রিয়তা থাকলেও অভিভাবকরা মনে করেন, এটি ক্ষতিকর। এছাড়া সামাজিকভাবেও এর ক্ষতি দিন দিন প্রমাণিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।