• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট-তামাবিল মহাসড়কে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

admin
প্রকাশিত ১৩ নভেম্বর, বুধবার, ২০২৪ ২২:৩৫:১৯
সিলেট-তামাবিল মহাসড়কে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

মো: আব্দুল্লাহ, জৈন্তাপুর ( সিলেট) প্রতিনিধি //


সিলেট-তামাবিল মহাসড়ক দুর্ঘটনায় গেটলক সিটিং সার্ভিস যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিলেট-তামাবিল হাইওয়ে মহাসড়কের বাঘের সড়ক সংলগ্ন এলাকার সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড ১০নং গ্যাস কূপের সামনে মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যাক্তি হলেন- বাংলাদেশ কৃষি ব্যাংক কানাইঘাট শাখার কর্মকর্তা জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাঠি গ্রামের মৃত হাজী রমজান আলীর ছেলে সাদিকুর রহমান (৪২)।

জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে বাংলাদেশ কৃষি ব্যাংক কানাইঘাট শাখার কর্মকর্তা সাদিকুর রহমান তার নিজস্ব মোটরসাইকেল ( সিলেট-হ-১৫-০০৫৪ ) গাড়ী নিয়ে চিকনাগুল নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলে ১০নং গ্যাস কূপের সামনে আসলে একটি দ্রুতগামী জাফলং অভিমুখি পান্না এন্টার প্রাইজ গেটলক সিটিং সার্ভিস যাত্রীবাহী বাস (সিলেট মেট্রে- ব-১১-০০০৩) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী সাদিকুর ঘটনাস্থলেই মারা যান।
মোটরসাইকেলে কৃষি ব্যাংক কর্মকর্তা সাদিকুর রহমানের সাথে আরেকজন অজ্ঞাত ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তামাবিল হাইওয়ে থানা সিলেট রিজিয়নের পুলিশ টিম। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ ইউনুস আলী।