• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, লম্পট আটক

admin
প্রকাশিত ১৩ নভেম্বর, বুধবার, ২০২৪ ২২:৪৮:০৩
শ্রীমঙ্গলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, লম্পট আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে প্রতিবন্ধী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই সুব্রত চন্দ্র দাসসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের মহাজিরাবাদ হ্রাম থেকে ধর্ষণ মামলার অভিযুক্ত দুদু মিয়া (৫৫)’কে আটক করা হয়।

আটককৃত দুদু মিয়া মহাজিরাবাদের দক্ষিণের মৃত আব্দুল লতিফের ছেলে।

জানা যায়, আগেরদিন ১২ নভেম্বর সকাল ১০টার দিকে প্রতিবন্ধী নাবালিকা (১৫)’কে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে লম্পট ঘাতক। পরে বিষয়টি ধর্ষিতার পরিবার জানতে পেরে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আসামি দুদু মিয়াকে আটক করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, আটককৃত আসামিকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।