• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ

admin
প্রকাশিত ১৪ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ১৮:২০:৩৩
শ্রীমঙ্গলে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারে শ্রীমঙ্গলে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদক হবিগঞ্জ জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ এরশাদ মিয়া।

দুপ্রক শ্রীমঙ্গলের সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপত্বিতে ও সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুপ্রকে সহ সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান ও সদস্য ডাক্তার পুষ্পিতা খাস্তগীর।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুর্ধেন্দু ভট্টাচার্য্য, ৮ম শ্রেণীর শিক্ষার্থী অভিরূপ চৌধুরী ও শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী আনিকা হোসেন।

দুর্নীতি দমন কমিশন দুদকের সহযোগিতায় উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ২শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে রয়েছে, স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, স্কেল, ছাতা, টিপিন বক্স, পানির ফ্লাক্স ও খাতা।