• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে ২দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন

admin
প্রকাশিত ২১ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ২৩:৩৪:১৩
শ্রীমঙ্গলে ২দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ২দিন ব্যাপী তথ্য মেলা ২০২৪ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদ ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির যৌথ আয়োজনে ২দিনের এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু তালেব।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, মেলা উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ। সনাক সদস্য কাজী আসমা সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, শ্রীমঙ্গল সনাকের সহ-সভাপতি গীতা গোস্বামী প্রমুখ। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক গণশুনানিতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী।

মেলায় সরকারি সেবা প্রদানকারী প্রায় ৩৪টি প্রতিষ্ঠান তাদের তথ্য নিয়ে অংশগ্রহণ করে। এছাড়াও মেলায় কুইজ, বিতর্ক, চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫শতাধীক শিক্ষার্থী অংশগ্রহণ করে।