• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বড়লেখায় ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন

admin
প্রকাশিত ২৫ নভেম্বর, সোমবার, ২০২৪ ১৫:৪৪:২৪
বড়লেখায় ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন

প্রতীকী ছবি।
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন হয়েছেন।

গতকাল রোববার রাত আনুমানিক দশটার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত পিতা হলেন- ওই গ্রামের মামুন মিয়া ৬১)। পিতাকে খুন করার পর ছেলে নোমান হোসেন (৩০) গা ঢাকা দিয়েছে। তবে তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

জানা গেছে, নোমানের সাথে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিলো। মেয়ে পক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় নোমানের বাবা মামুন মিয়া এতে রাজি ছিলেন না। বিষয়টি নিয়ে রোববার রাতে মামুন মিয়ার সাথে নোমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করেন নোমান। এতে মামুন মিয়া গুরুতর আহত হন। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এবিষয়ের সত্যতা দ্য ডেইলিমর্নিংসান’কে নিশ্চিত করেছেন বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম। তিনি বলেন, নিহতের লাশ সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে নোমানকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।