• ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

admin
প্রকাশিত ২৬ নভেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৬:২৯:৪০
মৌলভীবাজারে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি //


মৌলভীবাজারে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা কনফারেন্স হলে রুমে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ইনস্টিটিউট এর মহা পরিচালক মো. আব্দুল কাইয়ূম। উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) সানজিদা আক্তার এর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এম, কে এইচ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসিরন চৌধুরী, স্থানীয় সরকার উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুস সালাম চৌধুরী, গ্রাম প্রতিরক্ষাবাহিনী আনসার ও গ্রাম প্রতিরক্ষা উপপরিচালক মো. শাহ নেওয়াজ হোসেন।
এছাড়াও এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।