• ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

admin
প্রকাশিত ২৯ নভেম্বর, শুক্রবার, ২০২৪ ১৭:১৬:০০
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রতীকী ছবি।
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি //


সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু হলো- উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁও গ্রামের আলী আহমেদের ছেলে হুমায়ুন (৫)।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আলীরগাঁও গ্রামে।

জানা যায়, হুমায়ুন ও তার বোন মুনতাহা তাদের বাড়ির পাশের সারীঘাট গোয়াইনঘাট সড়ক পায়ে হেটে পার হচ্ছিলো। এসময় সাররিঘাট থেকে গোয়াইনঘাট অভিমুখে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে স্বজোরে ধাক্কা দিয়ে মোটরসাইকেল রেখে চালক পালিয়ে যায়।

পরে দূর্ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তিনি জানান, সুরৎহাল রিপোর্ট তৈরি করে পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।