স্টাফ রির্পোটার, মৌলভীবাজার //
মৌলভীবাজারে ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
গতকাল সোমবার সকালে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে জেলার হিন্দু ও মুসলিম নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন, জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। এসময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মিথ্যা তথ্যের বিরুদ্ধে সত্য প্রচারই বড় প্রতিবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবের বিরুদ্ধে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে প্রতিবাদ করতে হবে। তিনি বলেন, আমরা হিন্দু-মুসলিম সবাই এক বাংলাদেশের নাগরিক। সংখ্যালঘু শব্দটি আমরা ব্যবহার করতে চাইনা। সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল রাজনৈতিক দল ও ধর্মীয় নেতৃবৃন্দকে নিজ নিজ প্লাটফর্ম থেকে কাজ করতে হবে।
তিনি সাম্প্রতিক সময়ে ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধে সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার হিন্দু ও মুসলিম নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামত তুলে ধরেন। তারা এই নেতিবাচক কার্যক্রমকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অবহিত করেন।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমানসহ মৌলভীবাজার জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, জাতীয় ইমাম সমিতি, পূজা উদযাপন পরিষদ, খেলাফতে মজলিশসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।