• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দীর্ঘ পনেরো বছরে সেবাখাতে ঘুষ লেনদেন হয়েছে ১ লাখ ৪৬ হাজার ২৫২ কোটি টাকা

admin
প্রকাশিত ০৩ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৫:৪৮:২৫
দীর্ঘ পনেরো বছরে সেবাখাতে ঘুষ লেনদেন হয়েছে ১ লাখ ৪৬ হাজার ২৫২ কোটি টাকা

ঢাকা //


বিগত আওয়ামী লীগ সরকারের টানা পনেরো বছরে ২০০৯ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দেশের সেবাখাতে ১ লাখ ৪৬ হাজার ২৫২ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে। এছাড়া সেবা খাতে ২০২৩ সালে সার্বিকভাবে ৭০ দশমিক ৯ শতাংশ খানা দুর্নীতির শিকার হয়েছে। সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত তিনটি খাত হচ্ছে পাসপোর্ট, বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এছাড়া একই বছর সার্বিকভাবে ঘুষের শিকার হওয়া খানার হার ৫০ দশমিক ৮ শতাংশ। ২০২৩ সালে সার্বিকভাবে খানাগুলো ৫ হাজার ৬৮০ টাকা ঘুষ তথা নিয়মবহির্ভূত অর্থ দিতে বাধ্য হয়েছে। গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি বিচারিক সেবা, ভূমি সেবা ও ব্যাংকিং খাতে।

মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত ‘সেবাখাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০০৩’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠেছে। রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষ থেকে নয় দফা সুপারিশ তুলে ধরা হয়।

জরিপের ফলাফল প্রকাশ করে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘টিআইবি’র ১০টি জরিপে ২০০৯ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দেশের সেবাখাতের ঘুষ লেনদেনের পরিমাণ জানা গেছে।’