ক্রীড়া প্রতিবেদক //
ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজে নিজেদের ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ নারী দল।
আজ শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৭ রানের পরাজয়ের ফলে সিরিজ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড।
১৩৫ রানের মাঝারি লক্ষ্যে খেলতে নেমে টাইগ্রেসরা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ২২ রানের মধ্যেই সাজঘরে ফেরেন বাংলাদেশের শীর্ষ চার ব্যাটার। পঞ্চম উইকেটে শারমিন আক্তার সুপ্তা এবং স্বর্ণা আক্তার মিলে ৪৮ রানের জুটি গড়লেও দলকে জয়ের পথে ফেরাতে পারেননি। শারমিন ৪৩ বলে ৩৮ এবং স্বর্ণা ২১ বলে ২০ রান করেন। দলের অন্য কেউই দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ হন।
আয়ারল্যান্ডের হয়ে বোলিংয়ে ওরলা প্রেন্ডারগাস্ট নেন ৩টি উইকেট। লরা ডিলানি এবং আরলেনা কেলি শিকার করেন দুটি করে উইকেট।
টস জিতে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড পাওয়ার প্লে’তে সংগ্রহ করে ৩৪ রান। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর করতে পারেনি আইরিশরা। নাহিদা আক্তার ও জাহানারা আলমের দুর্দান্ত বোলিংয়ে আইরিশ ইনিংস থামে ১৩৪ রানে।
লরা ডিলানি ২৫ বলে ৩৫ রান করেন। ওরলা প্রেন্ডারগাস্ট করেন ৩২ রান। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার চার ওভারে ২০ রান দিয়ে দুটি উইকেট নেন।
দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করলেও শেষ ম্যাচে জয়ে সমাপ্তি টানার লক্ষ্য থাকবে নিগার সুলতানা জ্যোতির দলের।