• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চার দিনে ‘পুষ্পা-২’র আয় ৮০০ কোটি ছাড়াল

admin
প্রকাশিত ০৯ ডিসেম্বর, সোমবার, ২০২৪ ১৫:৪১:৪৫
চার দিনে ‘পুষ্পা-২’র আয় ৮০০ কোটি ছাড়াল

বিনোদন ডেস্ক //


করোনা মহামারির পর ভারতীয় বক্স অফিসকে টেনে তুলেছিল ‘পুষ্পা-দ্য রাইজ’। বলা চলে, সেই ছবির সিকুয়েলে এখন মেতেছে গোটা বিশ্ব। সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২: দ্য রুল’ ভারতীয় বক্স অফিসে মাত্র ৪ দিনে ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল। এছাড়া বিশ্বব্যাপী এর আয় ৮০০ কোটি ছাড়িয়েছে।

স্যাকনিল্ক ডটকমের রিপোর্ট অনুযায়ী, গত ৪ ডিসেম্বর পেইড প্রিমিয়ারে ১০.৬৫ কোটি রুপি আয় করে ‘পুষ্পা ২’। এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, শুক্রবার ৯৩.৮ কোটি এবং শনিবার ১১৯.২৫ কোটি রুপি আয় করে।

রোববার চতুর্থ দিনে দেশে ১৪১.৫০ কোটি রুপি আয় করেছে ছবিটি। ফলে প্রথম সপ্তাহান্তে ‘পুষ্পা ২’র কালেকশন পৌঁছে গেল ৫২৯.৫০ কোটির অঙ্কে।

মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে ‘পুষ্পা ২’। প্রথম দিন সবচেয়ে বেশি রুপি আয় করা ভারতীয় ছবির তকমা আগেই লেগেছে আল্লুর ছবির পাশে। এটি একই দিনে দুটি ভাষায় ৫০ কোটি রুপির বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে।

মাত্র ৩ দিনে দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। এর এবার প্রথম সপ্তাহেই দেশের বাজারে ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে গেল এই ছবি। বিশ্ব বক্স অফিসে ৮০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে ‘পুষ্পা ২’।

ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অল্লু অর্জুন। তার বিপরীতে রয়েছেন রাশমিকা মান্দানা। অভিনয় করেছেন ফাহাদ ফজিল, জগপতি বাবু, ধনঞ্জয়া, রাও রমেশ, সুনীল এবং অনসুয়া ভরদ্বাজসহ আরও অনেকে। সূত্র: হিন্দুস্থান টাইমস।
মতামত দিন।