• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জনগণের আস্থা নষ্ট হতে পারে সে কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে: তারেক রহমান

admin
প্রকাশিত ০৯ ডিসেম্বর, সোমবার, ২০২৪ ১৫:৫৭:৫১
জনগণের আস্থা নষ্ট হতে পারে সে কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে: তারেক রহমান

রংপুর প্রতিনিধি //


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, জনগণের প্রত্যাশা বিরোধী কোনো প্রকার কাজ নয়। জনগণই বিএনপির ক্ষমতার উৎস। জনগণের আস্থা নষ্ট হতে পারে সে কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে।

তিনি বলেন, ৩১ দফা শুধু বিএনপির কর্মসূচি নয় এটা সারা বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য। দেশের মানুষের মধ্যে ৩১ দফা গেঁথে দিতে জেলা-উপজেলা-থানা, ইউনিয়ন-ওয়ার্ড ও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়ার দায়িত্ব সব নেতাকর্মীদের। এ বিষয়ে দেশের বর্তমান বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব অনেক বেশি। নেতাকর্মীদেরকে রাজনীতিক পুঁজি হিসেবে জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে হবে।

রোববার দিনব্যাপী রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো সংস্কার বিষয়ক ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের লক্ষ্য কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরাচার সরকারের পতন করা সম্ভব হয়েছে। ঠিক সেভাবেই সম্মিলিত প্রচেষ্টায় ৩১ দফার আলোকে দেশের মানুষকে সঙ্গে নিয়ে এবার দেশকে পুনর্গঠন করার তাগিদ তিনি। দেশের জন্য যারা কাজ করতে চান তাদের সমন্বয়ে সর্বদলীয় সরকার গঠন করার কথা জানান তারেক রহমান।

তিনি আরও বলেন, আগামী দিনে বিএনপির মাধ্যমে সরকার গঠন করতে নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জন করে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান। জনগণের আস্থায় আঘাত না হানে এমনভাবে সজাগ থাকার তাগিদ দেন। একই সঙ্গে আস্থা অর্জনে ব্যর্থ হলে জনগণ ছিটকে ফেলে দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দেশকে গড়তে ৩১ দফা নিয়ে মাঠে নামাসহ জনগণের আস্থা অর্জনের কথা জানান।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ১৫ বছর জোর করে ক্ষমতা ধরে রেখে স্বৈরাচার আওয়ামী সরকার আজ জনগণ থেকে বিতাড়িত। তাই আগামী দিনে সর্বোচ্চ শক্তি দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। মনে রাখতে হবে রাজনৈতিক দলের একমাত্র পুঁজি জনগণের আস্থা বিশ্বাস ও ভালোবাসা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে কর্মশালায় সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল।

বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব সুলতান সালাউদ্দিন টুকু, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সংগীত শিল্পী বেবি নাজনীন, সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন বিএনপির মানবাধিকার কমিটির সদস্য ফারজানা শারমিন পুতুল, মিডিয়া সেলের সদস্য মেহেরা আক্তার বারি, ফারজানা শারমিন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি প্রমুখ।

কর্মশালায় উপস্থিত ছিলেন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, রংপুর জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলার সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতারা।

উল্লেখ্য, কর্মশালায় রংপুর বিভাগের ১০টি রাজনৈতিক জেলা থেকে প্রায় ৫৭৪ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন।
মতামত দিন।