শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেপ্তার হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) শ্রীমঙ্গল থান এসআই সজীব চৌধুরী, এএসআই মো. জামাল উদ্দিন, এএসআই মো. ইয়াকুব আলী, এএসআই মো. নাজমুল হোসেনসহ পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে সিআর ৫৬৩/২৪(শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিআজিজ মিয়ার ছেলে হারুন মিয়া, দুখুয়া হাজরার ছেলে রাখাল হাজরা, সর্বান্দ্র তাঁতীর ছেলে সঞ্জীত তাঁতী ও রাজেন্দ্র হাজরার ছেলে কালী চরন হাজরাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা সবাই শ্রমিঙ্গল উপজেলার হোনরাবাদ চা বাগান এলাকার বাসিন্দা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।