• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

একটি দলের ব্যর্থতার জন্য একাত্তরের স্বপ্ন ব্যর্থ হয়েছে: আইন উপদেষ্টা

admin
প্রকাশিত ১৫ ডিসেম্বর, রবিবার, ২০২৪ ০২:২০:০৬
একটি দলের ব্যর্থতার জন্য একাত্তরের স্বপ্ন ব্যর্থ হয়েছে: আইন উপদেষ্টা

ঢাকা //


একটি দলের ব্যর্থতার জন্য একাত্তরের স্বপ্ন ব্যর্থ হয়েছে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়।

গতকাল শনিবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ১৯৭১ সালে বহু মানুষের, বহু শহীদের আত্মত্যাগের পরও আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়।
তিনি বলেন, আমরা সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছি। তাঁরা মুক্তি, গণতন্ত্র এবং মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন। আমরা মনে করি, যে প্রত্যয়, ভালোবাসা এবং দেশের প্রতি ভালোবাসা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধারা, তারই ধারাবাহিকতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে।

আইন উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে লড়াই করেছে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। আজকে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে তাদের কথা মনে পড়েছে। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি। এই বুদ্ধিজীবী দিবসে এটাই আমাদের প্রত্যয়।

মতামত দিন ও সঙ্গে থাকুন।