• ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বটেশ্বর থেকে কাভার ভ্যাণ বর্তী ৩০০বস্তা চিনিসহ আটক ৩

admin
প্রকাশিত ১৬ ডিসেম্বর, সোমবার, ২০২৪ ০২:৩৩:৫৪
বটেশ্বর থেকে কাভার ভ্যাণ বর্তী ৩০০বস্তা চিনিসহ আটক ৩

স্টাফ রির্পোটার, সিলেট //


সিলেটের শাহপরাণ (রহ.) মাজার তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে কাভার ভ্যাণ বর্তী ৩০০ বস্তা ভারতীয় চিনিসহ তিনজনকে আটক করেছে। শাহপরাণ (রহ.) থানার ওসির সহযোগীতায় এই অভিযানের নেতৃত্ব দেন ফাঁড়ি পুলিশের এস আই মোঃ সানাউল ইসলাম।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ২টা ১০ মিনিটের সময় বটেশ্বর বাজার এলাকার জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে থেকে কাভার ভ্যাণ বর্তী ৩০০ বস্তা চিনিসহ ওই তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-জামালপুর জেলার মেলান্দহ থানার মৃত খয়রাতুল জামানের ছেলে মো. মোনতাজ আলী (৪০), রাজশাহী জেলার কাটাখালি থানার আব্দুল হোসেন বিসুর ছেলে মো. রায়হান (৩৫) ও রাজশাহী জেলার কাটাখালি থানার বুদ্দু মিয়ার ছেলে মো. রাজ আলী (১৮)।

জব্দকৃত চিনির আনুমানিক বাজারমূল্য ১৮ লক্ষ টাকা।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ মনির হোসেন। তিনি বলেন চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।