• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সফর, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত

admin
প্রকাশিত ০৮ সেপ্টেম্বর, রবিবার, ২০২৪ ১৯:৫৮:২৫
সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি //

 

সিরাজগঞ্জে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া, একজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার ব্রাক্ষবয়রা গ্রামের রাসেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান।

কামারখন্দ ফায়ার সার্ভিসের কর্মকর্তা অপু কুমার মন্ডল বলেন, ‘নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে পৌঁছালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করি। আহত অন্য তিন যাত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানোর পর আরও দুজনের মৃত্যুর খবর পেয়েছি।’