ছবি-সংগৃহীত।
আন্তর্জাতিক ডেস্ক //
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই রাষ্ট্রনায়ক ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। তবে নানা কারণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিরোধ লেগেই আছে। আর এসব নিরসনে এই দুদেশের রাষ্ট্রপ্রধানকে খুব একটা বৈঠক করতেও দেখা যায় না। তবে ট্রাম্প চাইলে যেকোনো সময় বৈঠকে বসতে পুতিন যে আগ্রহী সেটা জানিয়ে রেখেছেন রুশ প্রেসিডেন্ট।
বছরের শেষ সংবাদ সম্মেলনে পুতিনকে ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক সম্পর্কে এক আমেরিকান সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলা কিংবা দেখা দুটোর জন্য তিনি সবসময় প্রস্তুত আছেন।
পুতিন বলেন, ‘আমি অবশ্যই এই (কথোপকথনের) জন্য প্রস্তুত। আর এটা যে কোনো সময়। আমি একটি বৈঠকের জন্যও প্রস্তুত থাকব, যদি তিনি চান।’
ট্রাম্পের সবশেষ মেয়াদে পুতিনের সঙ্গে বেশ ভালো সম্পর্ক দেখা গিয়েছিল। এবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেও রাশিয়া ও পুতিনের পক্ষে বিভিন্ন সময় কথা বলেছেন তিনি। পুতিনের সঙ্গে ফোনে ট্রাম্পের কথা হয় এমন অভিযোগও আছে। তাই নতুন করে তিনি প্রেসিডেন্ট হওয়ার পর যে ফের রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প সেটা অনুমেয়ই। এই অবস্থায় প্রশ্ন উঠেছে কবে বৈঠকে বসবেন এই দুই রাষ্ট্রপ্রধান।
পুতিন অবশ্য এ ব্যাপারে সঠিক কিছু জানাতে পারেননি। কখন ট্রাম্পের সাথে দেখা করবেন তা তিনি জানেন না বলে জানিয়েছেন। সেই সঙ্গে পুতিন জানিয়েছেন গত চার বছর ধরে ট্রাম্পের সঙ্গে কথা হয়নি তার।
পুতিন বলেন, ‘প্রথমত, আমি জানি না আমরা কখন তার সাথে দেখা করব। কারণ তিনি এ বিষয়ে কিছু বলেন না। আমি চার বছরের বেশি সময় ধরে তার সাথে কথা বলিনি।’
এর আগে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও পুতিনের মতোই বলেছেন, মস্কো ইউক্রেন সংকট সমাধানে ওয়াশিংটনের সাথে যোগাযোগের জন্য প্রস্তুত, তবে ট্রাম্পের দলের কাছ থেকে এখনও কোনও প্রস্তাব পায়নি তারা।
মতামত দিয়ে সঙ্গেই থাকুন।