• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মেটাকে ৩ হাজার ১৫৬ কোটি টাকা জরিমানা

admin
প্রকাশিত ২০ ডিসেম্বর, শুক্রবার, ২০২৪ ১৮:০৫:৩৩
মেটাকে ৩ হাজার ১৫৬ কোটি টাকা জরিমানা

ফাইল ছবি।
অনলাইন ডেস্ক //


ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ২৬ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ৩ হাজার ১৫৬ কোটি টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২০ টাকা ধরে) জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)। ২০১৮ সালে ফেসবুকের ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা প্রায় ২ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য চুরি করায় মেটাকে এ বিপুল পরিমাণ অর্থ জরিমানা করেছে ইউরোপের অন্যতম নিয়ন্ত্রক সংস্থাটি।

ডিপিসির তদন্তে বলা হয়েছে, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তথ্য সুরক্ষার ক্ষেত্রে একাধিকবার ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) আইন লঙ্ঘন করেছে। এ কারণে দীর্ঘ তদন্ত শেষে প্রতিষ্ঠানটিকে শুধু আর্থিক জরিমানাই নয়, আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।

২০১৮ সালের সেপ্টেম্বরে ফেসবুকের ‘ভিউ অ্যাজ’ ফিচারের একটি কোডে ত্রুটি দেখা দিয়েছিল। এই ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা ফেসবুক অ্যাকাউন্টের অ্যাকসেস টোকেন চুরি করে ২ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত বিভিন্ন তথ্য ও ছবি চুরি করেছিল, যার মধ্যে ৩০ লাখ অ্যাকাউন্ট ব্যবহারকারীই ছিলেন ইউরোপের বিভিন্ন দেশের। আর তাই ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন আইন লঙ্ঘনের অভিযোগে মেটার বিরুদ্ধে তদন্ত শুরু করে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন।

ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন মূলত তথ্য সুরক্ষা আইন। এটি ব্যক্তিগত তথ্যের ওপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ জোরদার করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে কঠোর সুরক্ষা ব্যবস্থা গ্রহণে বাধ্য করে। ইউরোপে মেটার সদর দপ্তর আয়ারল্যান্ডে অবস্থিত হওয়ায় দেশটির ডেটা প্রোটেকশন কমিশনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নে মেটার কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিয়মিত সংবাদ পড়ুন, মতামত জানান।