• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিজিবির অভিযানে ৮৯ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

admin
প্রকাশিত ২২ ডিসেম্বর, রবিবার, ২০২৪ ১৬:১৭:২২
বিজিবির অভিযানে ৮৯ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

মো: আব্দুল্লাহ,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //


বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এর অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন বিওপিতে অভিযান চালিয়ে প্রায় ৮৯ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, লাফার্জ, সোনালীচেলা, নোয়াকোট, সোনারহাট, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, মিনাটিলা, প্রতাপপুর, ডিবির হাওর এবং তামাবিল বিওপি কর্তৃক এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, চকলেট, গরু, মহিষ, গরুর মাংস, চিনি, কমলা, বিভিন্ন প্রকার ক্রিম, অলিভ অয়েল, ফুচকা এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ ও চোরাচালানে ব্যবহৃত ইজিবাইক আটক করেছে বিজিবি । এগুলোর আনুমানিক বাজারমূল্য-৮৮ লক্ষ ৯৯ হাজার ৩৭০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান( পিএসসি) বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়মিত সংবাদ পড়ুন, মতামত জানান।