• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজার চেম্বার এন্ড কমার্সের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ২২ ডিসেম্বর, রবিবার, ২০২৪ ১৮:০৯:৪৬
মৌলভীবাজার চেম্বার এন্ড কমার্সের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার, মৌলভীবাজার //


মৌলভীবাজারে ব্যবসায়ীদের সংগঠন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের বেঙ্গল কনভেনশন হলে দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরীফ এর সভাপতিত্বে ও দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহ- সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম রিপন এবং পরিচালক ও জেলা বিএনপির আবায়ক কমিটির সদস্য মনোয়ার আহমদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসোবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় বিএনপি নিবাহী কমিটির সদস্য ও সাবেক কানাডা বিএনপির সভাপতি মো. ফয়সল আহমদ চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সাইদুর রহমান রেনু, সাবেক পরিচালক ও সিনিয়র সাংবাদিক ডা. সাদিক আহমদ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ও প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, বিএনপি নেতা এম এ মুকিত, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মো. মনসুর আলমগীর, সাবেক ব্যাংকার এড. মোশ্তাক আহমদ মম, আবু তাহের, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাসান আহমেদ জাবেদ,আবুল কালাম বেলাল,নুরুল ইসলাম এলিট,জাহেদ চৌধুরী প্রমুখ।
এছাড়াও বার্ষিক সাধারণ সভায়,বকশী মিছবাউর রহমন, জুবায়ের আহমদ, সৈয়দ মোমিন আহমদ রিমন,তোফায়েল আহমদ, নাঈম সরফরাজ, হানিফ মোহাম্মদ খাঁন নিয়াজ, সৈয়দ মাহমুদ অলী, শের আলী হেলাল চৌধুরীসহ বিভিন্ন স্থরের ব্যবসায়ী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনাদের মূল্যবান দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।