• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মেঘনা নদীর জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত ২৩ ডিসেম্বর, সোমবার, ২০২৪ ১৫:৫৩:০২
মেঘনা নদীর জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার

দ্য ডেইলিমর্নিংসান অনলাইন //


চাঁদপুরের মেঘনা নদীতে একটি জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওই জাহাজটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল জাহাজটি।

প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ।

চাঁদপুর নৌপুলিশ সুপার জানিয়েছেন, ওই ছয়জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরো দুজনকে উদ্ধার করা হয়েছে।

মতামত জানান।