• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ধাক্কায় নিহত ৫

admin
প্রকাশিত ২৭ ডিসেম্বর, শুক্রবার, ২০২৪ ১৫:১৩:২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ধাক্কায় নিহত ৫

ছবি-সংগৃহীত।
দ্য ডেইলিমর্নিংসান অনলাইন //


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপারী পরিবহনের একটি বাস ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের বেপারী পরিবহনের একটি বাস ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

তিনি আরো জানান, এ ঘটনায় নিহতদের নাম-ঠিকানা প্রাথমিকভাবে জানা যায়নি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এ সময় সামনে থাকা গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেটকারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন একজন।

বাকিদের ঢাকার বিভিন্ন হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার কাজ চলছে বলে জানান হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি।

মতামত জানান।