শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সবাবেক মেয়র মহসিন মিয়া মধু।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন পরিষদের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র (কম্বল) তোলে দেন মহসিন মিয়া মধু। এসময় কালাপুর ইউনিয়নের ৩৫০জন মানুষের মাঝে তারেক রহমানের উপহার কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণী অনুষ্টানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মো. আব্দুল মছব্বির। এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী। অনুষ্টানে বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মূল্যবান মতামত দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।