• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জের বাহুবলে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৪, আহত ২

admin
প্রকাশিত ৩১ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৬:৪৯:১৫
হবিগঞ্জের বাহুবলে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৪, আহত ২

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি //


হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আকিজ ভেঞ্চার লিমিটেড এর গ্যাস লাইন বিস্ফোরণে চার শ্রমিক নিহত ও আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ডুবাঐ বাজার সংলগ্ন এলাকার আকিজ ভেঞ্চার লিমিটেড এর গ্যাস লাইন কাজ করার সময়। এসময় ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মিজান গাজী ও মাহফুজ মিয়া নামের দুই ব্যক্তি মারা যান।

নিহতরা হলেন- মিজান গাজী (৩৫), মাহফুজ মিয়া (৩০), রিয়াজ মিয়া (৩০) ও ইব্রাহিম (৪৫)। আহতরা হলেন- রাসেল (৩৫) ও আল আমিন (২৪)। তারা সকলেই চাদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকিজ গ্রুপের ভেঞ্চার লি. নামে একটি প্রতিষ্ঠানের গ্যাস লাইনে কাজ করেন ঠিকাদারের লোকজন। এসময় অসাবধানতা বশত হঠাৎ করে গ্যাস লাইন বিস্ফোরণ হলে দুইজন ঘটনাস্থলে মারা যান। রিয়াজ মিয়া নামের আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। অপর আরেকজন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কোলে ঢলে পড়েন।

এবিষয়ের সত্যতা দ্য ডেইলিমর্নিংসান’কে নিশ্চিত করেছেন বাহুবল থানার অফিসার ইনচার্জ জাহিদুল।

নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।