• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যানজট নিরসনে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান

admin
প্রকাশিত ০৫ জানুয়ারি, রবিবার, ২০২৫ ২২:৩২:১৯
যানজট নিরসনে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যানজট নিরসনে ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল পৌর কর্তৃপক্ষ।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো. ইসলাম উদ্দিন এর নেতৃত্বে অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খান এবং শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ পৌরসভা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, শহরকে যানজটমুক্ত রাখা এবং সৌন্দর্য রক্ষার জন্য পৌরসভার পক্ষ থেকে স্টেশন রোড, মৌলভীবাজার রোড এবং হবিগঞ্জ রোডসহ বিভিন্ন প্রধান সড়কে ও ফুটপাতে থাকা ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানিয়েছেন আমাদের উদ্দেশ্য হলো, শহরের সৌন্দর্য রক্ষা এবং পথচারীদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করা। ফুটপাত দখলে থাকা অবৈধভাবে দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
মতামত জানান।