• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে এক ব্যক্তিকে অবাঞ্চিত ঘোষণা

admin
প্রকাশিত ০৬ জানুয়ারি, সোমবার, ২০২৫ ০১:১৯:৩৯
সিলেটে ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে এক ব্যক্তিকে অবাঞ্চিত ঘোষণা

মন্ডবে দাঁড়িয়ে চিরকুট পড়ছেন রতন মনি, ছবি-সংগৃহীত।
সিলেট প্রতিনিধি //


প্রকাশ্য দিবালোকে এসে জনসম্মুখে শ্রী শ্রী শ্যাম সুন্দর জিউর আখড়া মন্ডবে দাঁড়িয়ে এবার চিরকুট পড়ে ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে এক ব্যক্তিকে অবাঞ্চিত ঘোষণা করেছেন বিতর্কিত কথিত হঠাৎ কোটিপতি বনে যাওয়া শীর্ষ ভূমি জালিয়াত ও চোরাকারবারি চক্রের মাফিয়া গডফাদার রতন মনি মোহন্ত ওরফে ব্যাঙি মোহন্ত। এনিয়ে স্থানীয় এলাকায় তীব্র সমালোচনা চলছে।

জানা গেছে, গত (২৭ ডিসেম্বর) শুক্রবার সকাল ১১টার দিকে ইসলামপুর মেজরটিলা উত্তরা আবাসিক এলাকার শ্রী শ্রী শ্যাম সুন্দর জিউর আখড়া মন্ডবে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে এই ন্যাক্কারজনক ঘটনার সংবাদ পেয়ে অবাঞ্চিত/সমাজচ্যুত হওয়া ব্যক্তি বিষু দেব নাথ এর প্রতিকার ও ন্যায় বিচার চেয়ে সিলেট জেলা প্রশাসক বরাবরে একখানা লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল (৫ জানুয়ারি) রোববার তিনি এই অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, সংবাদের জের মেঠাতে ২৭ ডিসেম্বর শুক্রবার তার বিরুদ্ধে আনিত অভিযোগ আনা হয়েছে। যা রাষ্ট্রদ্রোহিতা সামিল। তিনি তার অভিযোগে বলেন, অল্পদিনে ব্যাঙি মোহন্ত অবৈধ পন্থায় শত শত কোটি টাকার মালিক বনে গেছেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রায় কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার সত্যতা পেয়েছে। এছাড়াও তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে সে জিরো থেকে কোটিপতি বনে গেছে। এনিয়ে দেশের জাতীয়-স্থানীয় দৈনিক পত্র-পত্রিকা সহ অনলাইন নিউজ পোর্টাল পত্রিকায় নিয়মিত সংবাদ প্রকাশ হলেও এখনো সে থেকে যাচ্ছে আইনের ধরা ছোঁয়ার বাহিরে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, তাকে যে কোন সময় খুন, গুম করা হতে পারে। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীণতায় ভুগছেন। অবিলম্বে বিষয়টি সরেজমিন তদন্ত সাপেক্ষে দেখে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি গ্রহণের।

এদিকে পুজো মন্ডবে অবাঞ্চিত ঘোষণার পর বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা গেছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এবিষয়ে জানতে নাথ পাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা বিষু দেব নাথ এর মুঠোফোনে যোগযোগ করলে তিনি প্রতিবেদক’কে বলেন, শীর্ষ প্রভাবশালী ব্যক্তি ব্যাঙি মোহন্ত স্থানীয় এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে। কেউ তার বিরুদ্ধে প্রাণ ভয়ে কথা বলতে রাজি নয়। সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও নামে বেনামে জাল-জালিয়াতি দলিল সৃষ্টি, শ্রেণী পরিবর্তন, পাহাড় (টিলা) কর্তন, সরকারি রাজস্ব ফাঁকি, হামলা-মামলা দিয়ে নিরীহ লোকদের হয়রানি করা এটা তার পেশা। অনেককে অপহরণ করিয়ে নিয়েও নির্যাতন নিপীড়ন চালায়। তার বিরুদ্ধে কোন মোকদ্দমা দায়ের করলে থানা পুলিশকে বড়ো অংকের টাকা দিয়ে ঘটনার সত্যতাকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত থাকে। এসময় তিনি বলেন, তার দুই ছেলে কানাডা প্রবাসী। সেই সুযোগে সে বাংলাদেশে গড়ে তোলা পাহাড় সম অবৈধ সম্পদ কানাডায় পাচার করছে। ভুক্তভোগি বিষু দেব নাথ এর সুষ্ট তদন্ত দাবি করেন।

এব্যাপারে সিলেট জেলা প্রশাসকের সাথে দ্য ডেইলিমর্নিংসান প্রতিবেদকের কথা হলে তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশ রয়েছে কোন নাগরীক’কে অবাঞ্চিত/সমাজচ্যুত করা যাবেনা। এরকম কর্মকান্ডে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের সাথে যুক্ত থাকুন, মতামত প্রদান করুন।