• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

চা শ্রমিক সমাবেশে যোগ দিতে মৌলভীবাজারে আসছেন সারজিস আলম

admin
প্রকাশিত ১০ জানুয়ারি, শুক্রবার, ২০২৫ ২১:৩৭:৪৩
চা শ্রমিক সমাবেশে যোগ দিতে মৌলভীবাজারে আসছেন সারজিস আলম

ফাইল ছবি।
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারে চা শ্রমিক সমাবেশে আসছেন জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (১২ জানুয়ারি) চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকুরী নিশ্চিতাসহ সর্বোপরি চা শ্রমিকদের জীবনমানের উন্নয়ন নিয়ে কথা বলবেন এবং কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানে সমাবেশে যোগ দেবেন সরজিস আলম।

রোববার দুপুর ২ টার দিকে জেলার কমলগঞ্জ উপজেলা কুরমা চা বাগান মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

চা শ্রমিক সমাবেশে আরো উপস্থিত থাকেবেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ বলেন, জুলাই অভুত্থানের আকাঙ্খা পূরণে অর্থনৈতিক বৈষম্য, শোষণ নিপীড়নের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যচ্ছি৷ চা শ্রমিক জনগোষ্টী যুগ যুগ ধরে বৈষম্যের শিকার। ফ্যাসিবাদী ব্যবস্থায় অবাধ লুটপাট চা শিল্প ও শ্রমিককে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এরই প্রেক্ষাপটে সকল বন্ধ চা বাগান অবিলম্বে চালু করা, শ্রমিক ও চা শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহন করা এবং মনুষ্যোচিত মুজুরির দাবিতে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম।
চা শ্রমিক নেতা ধনা বাউরী বলেন, চা শ্রমিকদের অনেক সমস্যা। এই বিষয়গুলো আমরা সমাবেশে তুলে ধরবো। এ সমাবেশে মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগান থেকে শ্রমিকরা আসবেন।
অপর চা শ্রমিক সন্তান আপন বোনার্জী রুদ্র জানান, সমাবেশটি করা হচ্ছে রোববার। এ দিন চা বাগান বন্ধ থাকায় অনেক চা শ্রমিক সমাবেশে যোগ দিবেন।
নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।