কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রায় দুই লক্ষ টাকার বিদেশি সিগারেট সহ ২জন গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে কমলগঞ্জ থানার পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার কালেঙ্গা টু মুন্সিবাজার রোডে একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে অবৈধভাবে আমদানি করা বিদেশি সিগারেট উদ্ধার করেন। এসময় কুলাউড়া উপজেলার ঢালিয়া গ্রামের শামিম আহমেদ (২৬) এবং আমুলী গ্রামের সুমন আহমেদ (৪০) নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি ঙজওঝ ব্র্যান্ডের ২ হাজার প্যাকেটে মোট ৪০ হাজার শলাকা সিগারেট এবং টয়োটা ব্র্যান্ডের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। জব্দকৃত সিগারেট আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা। এঘটনায় আটককৃত দুই জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।