• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

মাধবপুরে বাস চাপায় বাদশা পাইওনিয়ার কোম্পানির ৩ নারী শ্রমিক নিহত

admin
প্রকাশিত ১১ জানুয়ারি, শনিবার, ২০২৫ ২২:৪৩:৫০
মাধবপুরে বাস চাপায় বাদশা পাইওনিয়ার কোম্পানির ৩ নারী শ্রমিক নিহত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি //


হবিগঞ্জের মাধবপুরে বাস চাপায় বাদশা পাইওনিয়ার কোম্পানির তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার বাদশা কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়া মেয়ে উর্মী আক্তার, নবীগঞ্জ উপজেলার জান্তরি গ্রামের কাইয়ুম উল্লাহ মেয়ে দিলারা বেগম ও বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে শ্রমিকরা কোম্পানির কাজে যোগ দিতে টমটম নিয়ে রওয়ানা দেয়। পথিমধ্যে শাহজিবাজার এলাকায় পৌঁছালে দ্রুত বেগে একটি বাস টমটমকে ধাক্কা দেয়। এতে টমটম উল্টে দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নারী শ্রমিক মারা যান। একজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক দ্য ডেইলিমর্নিংসান’কে জানান, নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চালক ও গাড়ি আটক করতে পুলিশ চেষ্টা করছে। ঘটনার পর কারখানার শ্রমিক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পরে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে। পরিস্থিতি সামাল দেন।

নিয়মিত সংবাদ পড়ুন ও মতামত জানান।