• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

মেক্সিকোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধির সুযোগ রয়েছে: মুশফিকুল ফজল আনসারী

admin
প্রকাশিত ১৩ জানুয়ারি, সোমবার, ২০২৫ ২২:১৯:০৮
মেক্সিকোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধির সুযোগ রয়েছে: মুশফিকুল ফজল আনসারী

দ্য ডেইলিমর্নিংসান অনলাইন //


উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধি অবারিত সুযোগ রয়েছে উল্লেখ করে সিনিয়র সচিব মর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রাপ্ত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, বর্তমানে মেক্সিকোর সঙ্গে ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্য রয়েছে। যেটি আরও বহুগুণ বাড়ানো সম্ভব। শুধুমাত্র সরাসরি পণ্যবাহী কার্গো সেবা চালু হলে এখনই ১০০ মিলিয়ন ডলার বাণিজ্য বৃদ্ধি সম্ভব।

মেক্সিকোর রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রাপ্ত মুশিফকুল ফজল বলেন, আমার প্রথম কাজ হবে বাংলাদেশ থেকে সরাসরি পণ্যবাহী কার্গো সেবা চালু করা। যেটি এখন ভারত হয়ে সম্পাদিত হচ্ছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিক্যাব লাউঞ্জে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোমেটিক করসপন্ডেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে এক চা চক্রে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক থেকে কূটনীতিক সাংবাদিক হিসেবে নিয়োগ পাওয়া মুশফিকুল ফজল বলেন, মেক্সিকোতেও দেশকে উপস্থাপন করার অনেক কিছু করার আছে। কাজের বিশাল পরিধি আছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ‌‌ত্রি জিরো’ তত্বের বিশাল ক্যাম্পেইন আছে। উনার সোস্যাল বিজনেস সেখানে আছে।

ড. ইউনূসের সঙ্গে কাজ করতে পারাটা গর্বের উল্লেখ করে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া আনসারী মনে করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের টিমে কাজ করতে পারা গ্রেট প্রিভিলেজ এবং গ্রেট অনার। আমার ওপর যে আস্থা উনি রেখেছেন সেই আস্থা-বিশ্বাসের প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করতে চেষ্টা করব।

মুল্যবান মতামত জানান।