• ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইসরায়েল মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন

admin
প্রকাশিত ১৭ জানুয়ারি, শুক্রবার, ২০২৫ ২০:৩৭:০৮
ইসরায়েল মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক //


ইসরাইলের নিরাপত্তা বিষয়ক বিশেষ মন্ত্রিসভা অবশেষে হামাসের সঙ্গে সমঝোতায় পৌঁছানো গাজা যুদ্ধবিরতি চুক্তিটি অনুমোদন করেছে।

শুক্রবার ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা ‘রাজনৈতিক, নিরাপত্তা এবং মানবিক- সমস্ত দিক বিবেচনা করার পর এবং প্রস্তাবিত চুক্তিটি যুদ্ধের লক্ষ্য অর্জনে সহায়ক বলে বুঝতে পারে’ এবং চুক্তিটি গ্রহণ করেছে।

একই সঙ্গে ইসরাইলি মন্ত্রিসভা ‘নেতানিয়াহুর সরকারকে প্রস্তাবিত রূপরেখা অনুমোদন’ করার সুপারিশও করেছে।

এখন এই চুক্তিটি ইসরাইলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় তথা নেসেটে আলোচনার জন্য এবং ভোটাভুটির জন্য পাঠানো হবে।

অবরুদ্ধ গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা এই যুদ্ধ উপত্যকাটির একটি বড় অংশ ধ্বংস করেছে। ইসরাইলি বাহিনী অব্যাহত আগ্রাসন চালিয়ে ৪৭,০০০-এরও বেশি ফিলিস্তনিকে হত্যা করেছে। একই সঙ্গে ২.৩ মিলিয়ন জনসংখ্যার বেশিরভাগকে বারবার বাস্তুচ্যুত করেছে। অবশেষে একটি চুক্তির মাধ্যমে রক্তক্ষয়ী এই আগ্রাসনের সমাপ্তি হতে চলেছে।

নিয়মিত সংবাদ পড়ুন, মতামত জানান।