
সিলেট, স্টাফ রির্পোটার //
এসএমপি শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্র ফাঁড়ি বিপুল পরিমাণ ট্রাক ভর্তি ভারতীয় চিনি সহ একজনকে আটক করেছে। শুক্রবার ভোর ৫ টার দিকে সুরমা বাইপাশ পয়েন্ট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ট্রাক ভর্তি ভারতীয় চিনি সহ ওই ব্যক্তিকে আটক করে।
আটককৃত ব্যক্তি হলেন, চাঁদপুর জেলার শাহারাস্তী থানার পাড়ানগর গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে মোঃ আলমগীর (৫৮)।
জানা গেছে, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ মাজার তদন্ত কেন্দ্র ফাঁড়ি পুলিশের এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলাম এর নেতৃত্বে সুরমা গেইট বাইপাশ পয়েন্ট এলাকায় ডিউটিরত একদল পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় ট্রাক ভর্তি ৪শ’ বস্তা ভারতীয় চিনি সহ চোরাইকাজে সহযোগিতাকারী আলমগীরকে আটক করা হয়। জব্দকৃত চিনির বাজার মুল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মনির হোসেন। তিনি বলেন, পুলিশ কমিশনারের দিক নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করে যাচ্ছে। যে কোন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে পুলিশ নিয়মিত সোচ্চার থাকবে।
নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।