• ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বড়লেখায় যুবদল নেতা ছুরিকাঘাতে নিহত

admin
প্রকাশিত ১৯ জানুয়ারি, রবিবার, ২০২৫ ২১:০৮:৩৫
বড়লেখায় যুবদল নেতা ছুরিকাঘাতে নিহত

প্রতীকী ছবি।
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের বড়লেখায় ছুরিকাঘাতে নোমান আহমদ (৩৮) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত নোমান সুজানগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সুজানগর ইউনিয়নের রাঙ্গীনগর গ্রামের লেচু মিয়ার ছেলে।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাড্ডা বাজারে এ ঘটনা ঘটে।

সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস শহীদ জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নোমান বাড্ডা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ দুই যুবক এসে নোমানের বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়র নোমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে নোমানকে ছুরিকাঘাত করা হয়েছে, তা এখনও জানা যায়নি। রোববার পর্যন্ত এ ঘটনার সাথে জড়িত কেউ আটক হয়নি।

নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।