• ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

আসাদুজ্জামানের আত্মদান বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল: তারেক

admin
প্রকাশিত ১৯ জানুয়ারি, রবিবার, ২০২৫ ২১:২৯:৫৬
আসাদুজ্জামানের আত্মদান বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল: তারেক

দ্য ডেইলিমর্নিংসান অনলাইন //


১৯৬৯ সালের গণআন্দোলনে শহিদ আসাদুজ্জামানের আত্মদান পরবর্তী আন্দোলন-সংগ্রামে বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

৬৯ এর গণআন্দোলনে শহিদ আসাদুজ্জামানের শাহদাত বার্ষিকী উপলক্ষে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, স্বাধীকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহিদ আসাদ এক অবিস্মরণীয় নাম। সামরিক স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে অকুতোভয় এ বীর সেনানী রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার শোণিতের ধারা বেয়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত হয়েছিল, অর্জিত হয়েছিল এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার।

গণতন্ত্রের জন্য শহিদ আসাদের আত্মদান পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এমতাবস্থায় আজকের এই দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মানুষের স্বাধীনতা নিশ্চিত ও গণতন্ত্রকে শক্তিশালীকরণই সবচেয়ে জরুরি কাজ বলে মনে করেন তিনি। একইসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান।

আপনাদের মুল্যবান মতামত প্রকাশ করুন।