• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৭ হিজরি

এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের ডিনার সভা ও শীতবস্ত্র বিতরণ

admin
প্রকাশিত ১৯ জানুয়ারি, রবিবার, ২০২৫ ২৩:১৪:১৫
এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের ডিনার সভা ও শীতবস্ত্র বিতরণ

সিলেট, স্টাফ রির্পোটার //


আর্ন্তজাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের ৬৬৯ তম ডিনার সভা শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্তোরায় অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের পক্ষ থেকে ওইদিন অর্ধশত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের ২০২৫ বর্ষের সভাপতি এপেক্সিয়ান হোসেন আহমেদের সভাপতিত্ব সভায় সেক্রেটারী ও ডিএনই- এপেক্সিয়ান মারুফ আহমেদের যৌথ সঞ্চালনায় বিগত ৬৬৮ তম ডিনার সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে উক্ত ডিনার সভায় মাইনিউটস টি সংশোধিত আকারে গৃহিত হয়। এপেক্স আন্দোলনকে সকলের মধ্যে পৌছে দিতে এবং বৈষম্যহীন স্বনির্ভর বাংলাদেশ গড়ার উপর আলোচনা ও বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়।

সভায় সিলেট জেলা আইনজীবি সমিতির নির্বাচনে ক্লাবের সাবেক সভাপতি ও মানবাধিকার কর্মী এপেক্সিয়ান এ্যাডভোকেট আব্দুল্লা আল হেলাল সহকারী নির্বাচন কমিশনার পদে জয়লাভ করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশ লাইফ গভর্ণর এপেক্সিয়ান আখতার হোসেন খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা-৪ এর জেলা গভর্ণর এপেক্সিয়ান এ্যাডভোকেট আব্দুল খালিক, এপেক্স ক্লাব অব সিলেটের লাইফ মেম্বার এপেক্সিয়ান আব্দুল হান্নান, এপেক্সিয়ান ছয়ফুল করিম চৌধুরী হায়াত, জেলা-৪ এর ডিজি ইলেক্ট এপেক্সিয়ান এ্যাডভোকেট জয়ন্ত চন্দ্র ধর, পিডিজি-৪ এপেক্সিয়ান আহমেদ জাকারিয়া, ২০২৫ বর্ষের জাতীয় সহ সভাপতি পদপ্রার্থী এপেক্সিয়ান এ্যাডভোকেট মাসুম আহমমেদ, পিডিজি-৪ এপেক্সিয়ান শাহেদুর রহমান, এপেক্সিয়ান মোস্তাফিজুর রহমান, এপেক্সিয়ান আব্দুল্লা আল হেলাল, অতীত সভাপতি এপেক্সিয়ান মনিরুজ্জামান রাসেল, সেবা পরিচালক এপেক্সিয়ান তাইনুল আসলাম, এপেক্সিয়ান এ্যাডভোকেট শফিকুল ইসলাম, এপেক্সিয়ান আলী আহমদ, এপেক্সিয়ান আব্দুল হান্নান, এপেক্সিয়ান হাবিবুন নবী শাহেদ প্রমুখ।

আগামী ২৪ ও ২৫ জানুয়ারি ঢাকায় এপেক্স ক্লাব বাংলাদেশের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলা-৪ এর পক্ষ থেকে জাতীয় সহ-সভাপতি পদে এপেক্সিয়ান এ্যাডভোকেট মাসুম আহমদকে জয়ী করতে জেলা-৪ পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার করা হয়।

মতামত জানান।