• ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

admin
প্রকাশিত ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ২২:৫৮:০০
শ্রীমঙ্গলে সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভাকক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), শ্রীমঙ্গলের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের আওতায় এ আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

পিএফজি শ্রীমঙ্গল উপদেষ্ঠা ও দুপ্রক সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে ও সমন্বয়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সনাক শ্রীমঙ্গল শাথার সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য্য। এতে স্বাগত বক্তব্য রাখেন পিএফজি সদস্য সাবেক জেলা পরিষদের সদস্য হেলেনা চৌধুরী।

প্রবন্ধ পাঠ করেন পাঠ করেন এ্যাম্বাসেডর কাজী আসমা, অঙ্গিকারনামা মাওলানা এম এ রহিম নোমানী এবং প্রজেক্টরের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম উপস্থাপন করেন কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হুদা মিনা।

বক্তব্য রাখেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিক হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, কাকিয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরীফ উদ্দিন, হিন্দু ধর্মীয় নেতা ইন্দ্রজিৎ চক্রবর্তী, পরিমল সিং বাড়াইক, খ্রিস্টান নেতা ডমনিক সরকার রনি,জন ব্রাইন দারিং, গোবিন্দ্র দেববর্মা ও পিএফজি সদস্য মো: শামীম আহমেদ প্রমুখ।

সংবাদ পড়ুন, মতামত জানান।