• ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ: নিহত ১

admin
প্রকাশিত ২৪ জানুয়ারি, শুক্রবার, ২০২৫ ০০:০২:৫১
সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ: নিহত ১

প্রতীকী ছবি।
স্টাফ রির্পোটার, সুনামগঞ্জ //


সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালি এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে চলন্ত যাত্রীবাহি সিএনজি সংঘর্ষ লোকনাথ বনিক (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবক পৌরসভার মধ্যবাজার এলাকার প্রদীপ বনিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে ওয়েজখালি এলাকায় সিলেট সুনামগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে শহরগামি একটি যাত্রীবাহি সিএনজির সংঘর্ষ হয়৷ এসময় সিএনজির যাত্রী লোকনাথ বনিক মারাত্মক ভাবে আহত হলে স্থানীয়দের সহযোগিতায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে চলন্ত সিএনজি সংঘর্ষে এক যুবক নিহত হওয়ায় খবর পেয়েছি। মরদেহ হাসপাতালে রয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা জানান তিনি।

মতামত জানান।