• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে কোকো’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

admin
প্রকাশিত ২৫ জানুয়ারি, শনিবার, ২০২৫ ২৩:৩৮:৫৪
শ্রীমঙ্গলে কোকো’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

এম মুসলিম চৌধুরী, মৌলভীবাজার (শ্রীমঙ্গল) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফত রহমান কোকো’র দশম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণ করেছে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপি।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় স্থানীয় মহসিন অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যেগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মিল্লাত হোসেন মিরাশদার, আতিকুর রহমান জরিফ, আব্দুল মোছাব্বির, আলকাস মিয়া, মকবুল হোসেন, আব্দুল জব্বার আজাদ, এমদাদুল হক, টিটু দাস, মকবুল হোসেন, মোবারক হোসেন, পরিবহন শ্রমিক নেতা মিসির আলী, যুব নেতা মুরাদ হোসেন সুমন, জেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান খান পাশা, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ, কৃষক দল নেতা তাজু মিয়াসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দোয়া-মাহফিল অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকো ও মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।

দোয়া মাহফিল শেষে ১৬শ’ দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়।
মতামত জানান।