• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে জালে আটকা পড়লো দাঁড়াশ সাপ

admin
প্রকাশিত ২৫ জানুয়ারি, শনিবার, ২০২৫ ২৩:৪৪:১৯
শ্রীমঙ্গলে জালে আটকা পড়লো দাঁড়াশ সাপ

শ্রীমঙ্গল (মৌলভীবজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জালে আটকে পড়া একটি দাঁড়াশ সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার নোয়াগাঁও গ্রামের সুুরুজ মিয়া নামের এক ব্যক্তির বাড়ির পুকুর পাড়ে রাখা জালে আটকে পড়া একটি সাপ দেখতে পেয়ে বাড়ির বাসিন্দারা বিষাক্ত সাপ মনে করে আঙ্কিত হয়ে পড়ে। পরে ওই এলাকার শফিক মিয়া নামের একজন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব গিয়ে জালে আটকে থাকা দাঁড়াশ সাপটিকে উদ্ধার করেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল দ্য ডেইলিমর্নিংসান’কে জানান, উদ্ধারকৃত সাপটি একটি কৃষি উপকারী নির্বিষ প্রজাতির দাঁড়াশ সাপ।

তিনি আরও বলেন, কিছু সচেতন মানুষের জন্য নিরিহ প্রানিগুলোকে জীবন্ত উদ্ধার করা যাচ্ছে। মানুষকে আরও সচেতন করা প্রয়োজন। সাপসহ বিভিন্ন প্রাণী হত্যা না করে আমাদের অথবা বনবিভাগকে অবহিত করতে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি।

মতামত জানান।