{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"enhance":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
স্টাফ রির্পোটার, সিলেট //
সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজার এলাকায় ব্যবসায়ী ও গ্যাসচালীত অটোরিকশা সিএনজি (ফোরষ্টোক) চালকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও বেশ কয়েকটি অটোরিকশা ভাংচুরের ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের সামনে বেলা আনূমানিক দেড়টার দিকে। পরে ঘটনার সংবাদ পেয়ে এসএমপি পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রায় আড়াইঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিরিয়ে আনে।
জানা গেছে, সিটি সুপার মার্কেটের সামনে যাত্রী উঠানামা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের উভয়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ব্যবসায়ীরা ওই মার্কেটের সামনে অটোরিকশা পার্কিং বন্ধসহ যাত্রী উঠানামা না করতে নিষেধ দিলেও অটোরিকশা চালকরা এতে কোনও কর্ণপাত করেনি। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ওই মার্কেটের সামনে একজন অটোরিকশা চালক যাত্রী নামিয়ে ভাড়া নিতে গেলে ব্যবসায়ীরা সেখান থেকে গাড়ি সরাতে বলেন। একপর্যায় তাদের দুইজনের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এমতাবস্থায় অন্য অটোরিকশা চালকরা এগিয়ে এসে ব্যবসায়ীকে মারধর করলে মার্কেটে থাকা ব্যবসায়ীরাও মারমুখী হলে শুরু হয় দুপক্ষে সংঘর্ষ। প্রায় ঘন্টাদেড়েক চলে দফায় দফায় এই সংঘর্ষ। এসময় অটোরিকশা চালক শ্রমিকরা ব্যবসায়ীদের ৫টি দোকান গুড়িয়ে দেয়। অপরদিকে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ২০-২৫টি গাড়ি ভাংচুর করেন। তখন উভয় পক্ষের অন্তঃত ৩০ জন আহতের ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ সরেজমিনে পৌছে সমঝোতার আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিরিয়ে আনে।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর)’র শাহরিয়ার আলম। তিনি বলেন, উভয় পক্ষকে শান্ত থাকার কথা বলা হয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।