
সিলেট, স্টাফ রির্পোটার //
সিলেট মহানগরীর তেমুখী এলাকার ড্রেন থেকে এক অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করেছে জালালাবাদ থানা পুলিশ। নিহতের বয়স আনূমানিক ১৫-১৬ বছর।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে তেমুখী এলাকায় সুন্দর আলী মসজিদের সামনে সড়কের পাশের ড্রেন থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, শনিবার সকালে কিশোরের মরদেহ ড্রেনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পরে জালালাবাদ থানার এসআই আহসান উল্লাহ সহ একদল পুলিশ সরেজমিন পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
নিয়মিত সংবাদ পড়ুন, মতামত জানান।