• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

আমরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাই না: সিইসি

admin
প্রকাশিত ০৯ ফেব্রুয়ারি, রবিবার, ২০২৫ ২০:১৩:১৪
আমরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাই না: সিইসি

ঢাকা //


নির্বাচন কমিশন (ইসি) কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রবিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, “আমরা যারা কমিশনে আছি, আমরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই।” এসময় তিনি সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, “রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া ইসির বদনামের সবচেয়ে বড় কারণ। নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক প্রভাব যদি বন্ধ না করা যায়, তাহলে আগের মতো একই পরিস্থিতি তৈরি হবে।”

নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকটের জন্য রাজনৈতিক নিয়ন্ত্রণকে দায়ী করে সিইসি বলেন, “নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয়েছে বলেই ইসির এত বদনাম। এটি বন্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “ভিন্নমত থাকা স্বাভাবিক, তবে ভিন্নমত মানেই বিরোধিতা নয়। সমালোচনা থেকে শিক্ষা নিয়ে ভুল সংশোধন করাই আমাদের দায়িত্ব।”

দেশের প্রচলিত ‘তালে তাল মেলানো’র সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে সিইসি বলেন, “সবাই তালিয়া বাজাতে বাজাতে দেশটার ১২টা বাজিয়েছে। বাস্তবতার ভিত্তিতে সবকিছু দেখতে হবে।”

সিইসি নাসির উদ্দিন বলেন, “আমরা যথাযথ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। তবে এটি একার পক্ষে সম্ভব নয়। এজন্য দেশের সবার সহযোগিতা প্রয়োজন।”

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

নিয়মিত সংবাদ পড়ুন, মতামত জানান।