• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজনগরে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

admin
প্রকাশিত ১০ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৫ ২২:২৩:৩৩
রাজনগরে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের রাজনগরে বাংলা ইশারা ভাষা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজনগর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আফরোজা হাবিব শাপলা।

প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আজাদুর রহমান।
পরে অতিথিরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সেবা গ্রহীতা রোগীদের সাথে কথা বলেন এবং কর্মকর্তা কর্মচারিদের সার্বিক দিকনির্দেশনা দেন। এবছর “এক ভূবন এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা” প্রতিপাদ্য নিয়ে ইশারা ভাষা দিবস পালিত হয়।

নিয়মিত সংবাদ পড়ুন, মতামত জানান।