• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা, আটক ২

admin
প্রকাশিত ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ২১:২৫:৫১
শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা, আটক ২

an Indian or Asian person laying dead with outstretched hand during COVID-19 or corona virus outbreak

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে জামাই কনাই শব্দকর (৩০)’কে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দিবাগত রাতে মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

কনাই শব্দকর একই ইউনিয়নের মইদাইল গ্রামের বজি শব্দকরের ছেলে।

আটককৃতরা হলেন- ধীতেশ্বর গ্রামের সুশিল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর।

স্থানীয়রা জানায়, শ্বশুরবাড়িতে বেড়াতে যান কনাই শব্দকর। দিনের বেলা সেখানে বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রাতে পাশের ঘরের লোকজন কনাইয়ের শ্বশুরের ঘরের লোকজনকে এলোপাথারি মারধর করে। এ সময় কনাইকে লাটি দিয়ে পিটিয়ে জখম করেন সুশিল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কনাইকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, স্থানীয়রা ঘাতক দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৌলভীবাজারের ওসি হিল্লোল রায়ের নেতৃত্বে ক্রাইমসিন টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।

মতামত জানান।