• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঋতুরাজ বসন্তকে বরণ করলেন শ্রীমঙ্গলবাসী

admin
প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ২০:২৯:০৩
ঋতুরাজ বসন্তকে বরণ করলেন শ্রীমঙ্গলবাসী

এম মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজনে করা হয়েছে বসন্তবরণ অনুষ্টান।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ম মাঠে আয়োজন করা হয় বসন্তবরণ অনুষ্টান।

বসন্ত শোভাযাত্রা ও ফুলের প্রীতিবন্ধনীর পাশাপাশি নাচ ও গানের আয়োজন ছিল বসন্তবরণ আয়োজনে। ছিল বিভিন্ন নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি ও মুখরোচক পিঠাপুলির আয়োজন।

সকালে বসন্তবরণ অনুষ্টানের শুভসূচনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্রধান প্রকৌশলী ইউসুফ হোসেন খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তী, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফজল আব্দুল হাই ডন, যুগ্ম সম্পাদক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন, সিনিয়র সদস্য কাওসার ইকবাল, ইসমাইল মাহমুদ, ঝলক দত্ত, এম এ রকিব, রুবেল আহমদ প্রমুখ।

বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে বসন্তবরণ উৎসব চলবে রাত ১০টা পর্যন্ত।

সংবাদ পড়ুন, মতামত জানান।