
ঢাকা //
দেশের ইতিহাসে উত্তম নির্বাচন করতে চলমান জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বার্তা দেবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, ‘ডিসি সম্মেলনে আমরা দাওয়াত পেয়েছি। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় আমাদের জন্য একটি নির্ধারিত সেশন রয়েছে। আমরা একটি উত্তম নির্বাচন করতে চাচ্ছি এবং যেকোনো মূল্যে সেটা করতে হবে। এই বার্তাটি আমরা ডিসিদের দেওয়ার চেষ্টা করব।’
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ইসি বিশ্বাস করে, এবার নির্বাচনে কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না, দেশের ইতিহাসে একটি উত্তম নির্বাচন হবে। যেহেতু নির্বাচন কমিশনের কাজ নির্বাচন করা। আর নির্বাচনের ‘পার্ট অ্যান্ড পার্সেল’ হচ্ছে মাঠ প্রশাসন। জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী থাকে। সেক্ষেত্রে বর্তমান নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এ নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই; একটি উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা- এই মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করব।
ডিসিদের দলীয় মানসিকতার বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের কাজে সহায়তা করার জন্য সবাই বাধ্য। যখন তফসিল হবে এবং ইসি যখন মনে করবে যেখানে যে নিরপেক্ষ ডিসিকে পদায়ন করা প্রয়োজন, তখন সেই বিষয়ে কমিশন কঠোরভাবে অটল থাকবে। নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিষয়ে তিনি বলেন, কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে আমরা পাইলটিং করতে পারি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোপূর্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেসব নির্বাচন হয়েছে, সেগুলো মাঠ প্রশাসনকে দিয়েই হয়েছে। সুতরাং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ বা প্রভাব থাকবে না। তাই আমরা আশাবাদী, এবারও সুষ্ঠু, সুন্দর নির্বাচন হবে।
আওয়ামী লীগ আগামী নির্বাচনে থাকতে পারবে কিনা- এমন প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, আমাদের এ বিষয়ে বলার সময় এখনো আসেনি। আরেকটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা বলতে আরও সময় লাগবে। এ বিষয়ে আমরা এখনো কিছু বলতে চাচ্ছি না। সময়ই বলে দেবে, সময়ই আমাদের গাইড করবে। সময়ই বলবে, আমরা কী সিদ্ধান্ত নিচ্ছি।
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সীমানা নির্ধারণ একটি জটিল প্রক্রিয়া। বিদ্যমান আইন যদি সংশোধন করা হয়, তাহলে ইসি এ বিষয়ে ব্যবস্থা নেবে। কমিশনও আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে।
মতামত জানান।