• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

দেশের ব্যাংক খাতে বাড়ছে আমানত

admin
প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি, বুধবার, ২০২৫ ১৩:২৭:৫৮
দেশের ব্যাংক খাতে বাড়ছে আমানত

অর্থনৈতিক রির্পোটার //


দেশের ব্যাংক খাতে আবারও আমানত বাড়ছে। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ব্যাংকগুলোতে ৩৪ হাজার ৫১৭ কোটি টাকা আমানত বেড়েছে। এতে ডিসেম্বর শেষে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৭ হাজার ৩১৫ কোটি টাকায়।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত জুন শেষে মোট আমানত ছিল ১৭ লাখ ৪২ হাজার ৭৯৮ কোটি টাকা। ওই সময়ে ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ ছিল ২ লাখ ৯০ হাজার ৪৩৬ কোটি টাকা, যা ডিসেম্বর শেষে কমে ২ লাখ ৭৬ হাজার ৩৪১ কোটি টাকায় নেমে এসেছে। অর্থাৎ ছয় মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যাংকে ফিরে এসেছে।

ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন, গত বছরের রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষ ব্যাংক থেকে টাকা তুলতে শুরু করেছিল। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় এবং আমানতের সুদ হার বাড়ায়, গ্রাহকরা আবার ব্যাংকে টাকা জমা দিচ্ছেন। এতে আমানত বাড়ছে এবং ব্যাংকের বাইরে থাকা নগদ টাকার পরিমাণ কমছে।

মতামত জানান।