• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

ফেঞ্চুগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত ২২ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৫ ১৭:১৫:২২
ফেঞ্চুগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি //


সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ইসলামপুর গ্রামের প্রতিবেশী খালিক মিয়ার বাড়ির সামনে থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক হলেন- ইসলামপুর গ্রামের লিলু মিয়ার ছেলে সাব্বির আহমদ (২৫)।

ইউপি সদস্য সুমন আহমেদ জানান, আজ শনিবার সকালে সাব্বিরের লাশ তার প্রতিবেশী খালিক মিয়ার বাড়ির সামনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পরাগ রায় জানান, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান খান বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। বিস্তারিত খোঁজ নিয়ে পরে জানানো হবে।

নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।