• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জীবিত থাকা অবস্থায় জানাজার সওয়াব পেয়ে গেসি: স্বরাষ্ট্র উপদেষ্টা

admin
প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৫ ১৯:১৬:৪৩
জীবিত থাকা অবস্থায় জানাজার সওয়াব পেয়ে গেসি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা //


পদত্যাগ তো কম হয়ে গিয়েছে, আমার তো জানাজাও (প্রতীকী) হয়ে গিয়েছে- বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা । সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, “এখন হইলো কী, পদত্যাগের দাবি আনা হয়। আমার তো পুত্তলিকা জ্বালানো হইসে। দাফনও তো হয়ে গেসে। পদত্যাগ টা তো কম হয়ে গেসে। আমার তো জানাজাও হয়ে গেসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হইলো কী, জীবিত থাকা অবস্থায় জানাজার সওয়াব পেয়ে গেসি।”

উল্লেখ্য, সম্প্রতি দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্স্থিতির অবনতি হওয়ার একের পর এক ঘটনা সামনে আসার পর থেকে দেশ জুড়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে।

নিয়মিত সংবাদ পড়ুন, মতামত জানান।